দেশভাগ নিয়ে বই

যারা দেশভাগ(১৯৪৭) নিয়ে পড়তে চান তাদের জন্য নন ফিকশন বইয়ের নাম:

১। দেশভাগ পশ্চাৎ ও নেপথ্য কাহিনী – ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়
২।জিন্নাহ ভারত দেশভাগ স্বাধীনতা -যশোবন্ত সিং
৩।দেশভাগ ফিরে দেখা – আহমেদ রফিক
৪। বাংলা ভাগ হলো হিন্দু সাম্প্রদায়িকতা ও দেশভাগ ১৯৩২-১৯৪৭- জয়া চ্যাটার্জী
৫। দেশভাগের অর্জন ১৯৪৭-১৯৬৭ -জয়া চ্যাটার্জী
৬।দাঙ্গার ইতিহাস-শৈলাশকুমার মুখোপাধ্যায়
৭।ইতিহাসের আলোকে দেশবিভাগ ও কায়েদে আজম জিন্নাহ – এম এ মোহাইমেনন
৮।বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ১৭৫৭-১৯৪৭- মেজর জেনারেল এম এ মতিন
৯।বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ-মোহাম্মদ আবদুল মান্নান
১০। ইন্ডিয়া উইনস ফ্রিডম – মাওলানা আবুল কালাম আজাদ
১১।ভারত কি করে ভাগ হলো – বিমলান্দ শাসমল
১২।ভারতবর্ষের ইতিহাস – কো আন্তেনেভা
১৩।আধুনিক ভারত- সুমিত সরকার
১৪।ভারত আবিষ্কার – জহরলাল নেহেরু
১৫।একটি আত্মজীবনী -জহরলাল নেহেরু
১৬।বিশ্ব ইতিহাসের কিছু চিত্র – জহরলাল নেহেরু
১৭।গাঁধী উত্তর ভারতবর্ষ – রামচন্দ্র গুহ
১৮।আত্ম কথা অথবা সত্যের সন্ধানে – মোহনদাস করমচাঁদ গান্ধী 
১৯।ইতিহাসের দিকে ফিরে ছেচল্লিশের দাঙ্গা – সন্দ্বীপ বন্দ্যোপাধ্যায়
২০।আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর – আবুল মনসুর আহমেদ।
২১।Partition of India: Why 1947? – Kaushik Roy (Oxford University Press, 2012).
২২। The partition Omnibus – Mushirul Hasan (Oxford University Press)
২৩। ফ্রীডম এট মিডনাইট – দোমিনিক 
২৫।ট্রেন টু ইন্ডিয়া- মলয় কৃষ্ণ ধর
২৬।বাংলা বিভাজনের অর্থনীতি: রাজনীতি – সুনীতিকুমার ঘোষ।
২৭।দেশভাগ সংখ্যালঘু সংকট বাংলাদেশ- কঙ্কর সিংহ
২৮।হস্তান্তর : শংকর ঘোষ।
২৯।উত্তাল চল্লিশ :অসমাপ্ত বিপ্লব – অমলেন্দু সেনগুপ্ত 
৩০।পলাশী থেকে পার্টিশন -শেখর বন্দ্যোপাধ্যায় 
৩১।পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক – অমলেন্দু দে 
৩২।বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ – অমলেন্দু দে 
৩৩।ভারতের স্বাধীনতা সংগ্রাম – বিপান চন্দ্র 
৩৪।ভারত বিভাগ: ইতিহাসের স্বপ্নভঙ্গ – সুকুমার সেন 
৩৫।দেশভাগ ও সংখ্যালঘু সম্প্রদায় – শহিদুল ইসলাম
৩৭। Mission with Mountbatten -Alan Campbell -jhonson
৩৮।জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি – সিরাজুল ইসলাম চৌধুরী 
৩৯।The great partition : the making of india and Pakistan – Yeasmin Khan 
৪০।ইতিহাসের ইতিহাস – আল্লামা গোলাম আহমেদ মোর্তজা
৪১।The transfer of power to india by V P Menon
৪২।Indian Summer by Alex Vun Tunzelmon..
৪৩।The shadow of great game by narendra sing sarila

নোট ১
প্রথম ২০ টা বইয়ের নাম আমি বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করি বিগত কয়েক বছর যাবত আর বাকি ২০ টা বিভিন্ন বইয়ের গ্রুপ থেকে সংগ্রহ করি।আমার বই পড়া হইছে এই তালিকা থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১,১২, ১৩, ১৪, ১৫, ১৭,১৯, ২০, ২৩, ২৪, ২৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বরের বইগুলো, এই বইগুলো সম্পর্কে ধারণা দিতে পারব এবং বাকি বইগুলো সম্পর্কে বলতে পারব না(যাদের কাছে থেকে বইয়ের নামগুলো সংগ্রহ করছি ,ওনারা বলছে ভালো)।দেশভাগ নিয়ে এই বইয়ে তালিকা ছাড়াও আরো গুরুত্বপূর্ণ বই আছে তাই ইতিহাসের বই পড়ুয়া পাঠকরা তাদের পড়া নন ফিকশন বই গুলো কমেন্টে লিখতে পারেন যা তালিকাটিকে আরো সমৃদ্ধ করবে।

নোট ২
আরেকটি কথা সব বইই মোটামুটিভাবে পক্ষপাতিত্ব করে লেখা হয় বা হয়ে থাকে। তাই একই বিষয়ে একের অধিক বই পড়ে ক্রস চেক করে সঠিক ইতিহাস জানতে হয় বা হবে পক্ষে ও বিপক্ষের লেখকের। তারও আগে দেখতে হবে সেই লেখকের ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ভিউ আর কোন আমলে সেই বই প্রকাশিত হয়েছে এবং লেখক আদৌ সংশ্লিষ্ট ছিলেন কিনা ঘটনার সাথে বা কিভাবে তথ্য সংগ্রহ করেছেন ও কি কি রেফারেন্স ব্যবহার করেছেন। তখন ধৈর্য এবং সাহস নিয়ে পড়া উচিত। কোনো বইই বাইবেল না তাই বইগুলো নিয়ে বিতর্ক থাকবে।কারণ কোন কোন লেখক শোনা কথার উপর ভিত্তি করে তথ্য দিয়েছেন, কোন লেখক দলিল ব্যবহার করেছেন, কোনো লেখক নিজেই ঘটনার সাথে জড়িত ছিলো, কোনো লেখক তার রাজনৈতিক আদর্শে কারণে তথ্য দিয়েছেন । একটি সহজ ব্যপার গুগলে লেখকের নাম সার্চ দিলেই লেখক সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে, তখন ওই বই পড়ার সময় বুঝা যাবে লেখক কোন ভিউতে বলছে।
পোস্টের লেখায় কোনো ভুল হলে কষ্ট করে জানাবেন।

@ফখরুল ইসলাম ভূঁইয়ান

2 thoughts on “দেশভাগ নিয়ে বই

  1. দাঙ্গার ইতিহাস শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা পাওয়া যাচ্ছে না।

    Like

  2. পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক ব ইটা পাওয়া যাচ্ছে না

    Like

Leave a comment